প্রাসস এর উদ্যাগে বৃক্ষ রোপণ করে চলেছেন রংপুর জেলার পীরগাছা থানার তাম্বুলপুর ইউনিয়নের কিছু উদ্যাগী যুবক ।
এ বৃক্ষ রোপণ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডি আই ইউ এর আইন বিভাগের ছাত্র মোঃ রুবেল হোসেন।
তারা আজ তাম্বুলপুর বালাপড়া ও দিকটারী- মসজিদ প্রঙ্গণে গাছ লাগান।
তাদের প্রতিপাদ্য
বেশি করে গাছ লাগান।
ফলদান সদকায়ে জারিয়া,
বলছে শরা শরিয়াহ।
ছায়া পাবে মায়া পাবে,
অক্সিজেনও প্রাপ্ত হবে।
ফুল পাবে আর ফল পাবে,
ভারসাম্য রক্ষা হবে।
রস পাবে আর যশ পাবে্
থাকবে সুখে শান্তিতে।
অর্থনীতির প্রকল্প,
নেইকো গাছের বিকল্প।