করোনামুক্ত সাংসদ আব্দুস শহীদ
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে ছয়বারের নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনাভাইরাসের সংক্রমন থেকে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার সাংসদের প্রথম করোনা পরীক্ষার রির্পোট নেগেটিভ আসে বলে জানান তার একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাঈদ।
রাতে আহাদ মো. সাঈদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্যারের রির্পোট নেগেটিভ এসেছে। গত ২৪ জুন প্রথম ফলোআপ টেস্টের জন্য নমুনা দেয়া হয়েছিল। স্যার এখন সুস্থ আছেন।
উল্লখ্যে, গত ১৫ জুন সাংসদ আব্দুস শহীদের করোনা পজেটিভ ধরা পরে। প্রাথমে তাকে শেখ রাসলে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউিট ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পররর্তীতে সর্তকতার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে ১৮ জুন তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Leave a Reply